1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

অবৈধ বালি, মাটি উত্তোলন ও বিক্রির সাথে জড়িতদের ছাড় নেই- মারুফা সুলতানা খান হীরামনি

মোহাম্মদ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

বান্দরবানে অবৈধভাবে বালি উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে সদর উপজেলা প্রশাসন।

অভিযানের অংশ হিসেবে রবিবার (৭ই সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলার হলুদিয়া, কাইচতলী, তুলাতলীর কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মারুফা সুলতানা খান হীরামনি।

এসময় অবৈধভাবে ৫ টি পয়েন্ট হতে বালি উত্তোলের সাথে জড়িত মোঃ জাহেদ ও আবু বক্কর নামে ২ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং থেকে মামলার পাশাপাশি জব্দকৃত আনুমানিক ৪ হাজার ঘনফুট বালি নিলামের জন্য স্থানীয় ৪নং সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মার্মা ও স্থানীয় বাসিন্দাদের কে বুঝিয়ে দেয়া হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি বলেন কোন অবস্থাতেই প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

জড়িতদের বিরুদ্ধে মামলার পাশাপাশি দোষের আকার ভেদে জরিমানা, জেল পর্যন্ত হতে পারে। তাই সকলকে সচেতন হতে হবে এবং এ সকল কর্মকাণ্ড বন্ধে যারা আইন বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের তথ্য উপজেলা প্রশাসন কে দিয়ে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত সদর উপজেলার হলুদিয়া, ভাগ্যকুল, তুলাতলি, কাইচতলি এলাকার রামদা খাল তীরবর্তী ছোট ছোট আকারে বালি উত্তোলনের স্পট গড়ে তুলেছে অপরাধীগণ।

সেখান থেকে বালি উত্তোলন করে তা বিক্রি করা হয় পার্শ্ববর্তী এলাকায়। সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ধারাবাহিক অভিযান পরিচালনা শুরু করে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নূরুদ্দীন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং পুলিশ সদস্য, স্থানীয় চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

 

ডায়াবেটিক রোগের সচেতনতা” শীর্ষক তারুণ্যের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট