1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

অভিযুক্ত কর্মকর্তার পদায়ন বাতিলের দাবিতে বান্দরবানে আদিবাসী ছাত্রসমাজের মানববন্ধন

মোঃআরিফ,নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে অভিযুক্ত উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানস্থ আদিবাসী ছাত্রসমাজ।

রবিবার (২৭ জুলাই) সকালে বান্দরবান শহরের মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, আদিবাসী ছাত্রসমাজ ও সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা বলেন, যিনি এক স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার মতো ন্যাক্কারজনক অপরাধে অভিযুক্ত, তাঁকে পার্বত্য অঞ্চলের মতো সংবেদনশীল ও প্রান্তিক এলাকায় নিয়োগ দেওয়া চরম অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এর মাধ্যমে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে আসে।

আদিবাসী ছাত্রসমাজের নেতৃবৃন্দ জানান, অবিলম্বে মনিরুজ্জামান খানের পদায়ন বাতিল করতে হবে, নইলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

আরো পড়ুন –

পার্বত্য জেলা কে একটা সময় বাংলাদেশের কাজু বাদাম ও কফির জেলা বলা হবে-পার্বত্য উপদেষ্টা, সুপ্রদীপ চাকমা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট