1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

আলীকদ‌মে যৌথ অ‌ভিযা‌নে সা‌ড়ে১৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

মোঃ আরিফ,নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

বান্দরবা‌নের আলীকদ‌মে পু‌লিশ ও সেনাবা‌হিনী যৌথ অ‌ভিযা‌নে সা‌ড়ে১৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হ‌য়ে‌ছে। এসময় ইয়াবা চালা‌নের সা‌থে জ‌ড়িত থাকায় ৩জন‌কে আটক করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১২ জুন) আলীকদম জোনের আওতাধীন ছোট বেতি ত্রিপুরা পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

পু‌লিশ ও সেনাবা‌হিনী জানায়, গোয়েন্দা তথ্যের
ভিত্তিতে যৌথভাবে আলীকদম সেনা জোন এবং আলীকদম পুলিশের যৌথ অভিযান পরিচালনা হয়। এ অভিযানে আলীকদম জোনের আওতাধীন ছোট বেতি ত্রিপুরা পাড়া থে‌কে ১৪হাজার ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা পাঁচা‌রের সা‌থে জ‌ড়িত থাকার দা‌য়ে ৩জন‌কে আটক করা হয়। এসময় আরো ১জন পাঁচারকারী পা‌লি‌য়ে যায়।

আটককৃত ইয়াবা কারবারী কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২) ও মোঃ শহিদুল ইসলাম (২৭)। এছাড়া পলাতক ইয়াবা কারবারীর নাম রওগাও ত্রিপুরা (৪৭)।

মাদক পাঁচারের ব্যাপারে আলীকদম সেনা জোন এবং আলীকদম পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সবসময় মাদক বিরোধী অভিযান চলমান থাক‌বে ব‌লেও জানান তি‌নি।

 

 

আরো পড়ুন –বান্দরবানের আলীকদমে নিখোঁজ আরো এক জন নারী পর্যটকের  লাশ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট