পার্বত্য জেলা বান্দরবানে সকল ধরনের ইটভাটা বন্ধের জন্য গন বিজ্ঞপ্তি জারী করেছে বান্দরবান জেলা প্রশাসন।
গত শনিবার(২৪শে আগস্ট) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধসহ কাঠ,বনজদ্রব্য ব্যবহারকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২৪ জুলাই ২০২৫ তারিখের পত্র ২২.০০.০০০০.০৭৫.২২.০০১.১৯(অংশ-১).২৩২ স্মারকের নির্দেশনার আলোকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পার্বত্য অঞ্চলের জীব বৈচিত্র্য রক্ষায় বান্দরবান পার্বত্য জেলায় অবৈধ/অননুমোদিত সকল ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় উক্ত আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত বান্দরবান পার্বত্য জেলায় বান্দরবান সদর উপজেলা সহ লামা,আলীকদম,নাইক্ষ্যংছড়ি,রুমা,থানচি উপজেলা মিলিয়ে জেলায় ৬৮ টি ইট ভাটা রয়েছে এর মধ্যে ৩৮ টি ইটভাটাই রয়েছে লামা উপজেলা সদর ও ফাইতং ইউনিয়নে।এরই মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী লমা উপজেলার বেশ কয়েকটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান সরকারের সিদ্ধান্তে বান্দরবান জেলায় কোনো ইটভাটা চলবেনা। আদালতের নির্দেশনায় ফাইতং ইউনিয়নে ইতিমধ্যে ছয়টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন'সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে ইটভাটা বন্ধে অভিযান চলমান রয়েছে।
আরো পড়ুন
৬ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবো – কাজী মজিবুর রহমান