কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়াতে মহিলা সমাবেশ সফল করতে ইউনিয়ন বিএনপির উদ্যাগে এক প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯। সেপ্টেম্বর বিকালে দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ছৈয়দ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তারা বলেন পুরুষের পাশাপাশি মহিলাদেরও আগামী নির্বাচনের জন্য তৈরি করতে হবে। সামনে মহিলা সমাবেশকে সফল করতে পাড়া মহল্লায় গিয়ে মা,বোনদের বুঝতে হবে ধর্মীয় রীতি নীতি মনে চলে বিপুল সংরক্ষক মহিলার উপস্থিত করে সমাবেশ সম্পন্ন করার জন্য আহ্বান জানান।
এ সময় অনন্যদের মাঝে বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন টুক্কু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক,সাংগঠনিক সম্পাদক ডাঃ শফিক আহমদ, ইউনিয়ন যুবদলের সভাপতি সাবেক মেম্বার আবু হান্নান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বিএনপি নেতা মওলানা নজরুল ইসলাম, নুরুল আমিন,তোফায়েল আহমদ, মাহমুদুল হক,নবী আলম,নুরুল আলম সহ অনকে।
প্রস্তুুতি সভায় ইউনিয়নের ১-৯ ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ