সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান যেন উৎসবমুখর ও নিরাপদে উদযাপন করতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার সজাগ দৃষ্টি রাখছে।সেনাবাহিনীর পক্ষ থেকে সবধরণের সহযোগীতা অব্যাহত থাকবে বলে জানান খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে শারদীয় দূর্গোৎসব আয়োজনকারী মন্ডপসমূহে উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার দুপুরে রিজিয়ন সদর দপ্তরে দূর্গা পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিদের কাছে উপহার হস্তান্তর করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগত প্রতিনিধিদের উপহার সামগ্রী বিতরণ করেন।
খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে এবার ২৯ টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
এ সময় রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, পূজা উদযাপন পরিষদ ও মন্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন -
বাজার চৌধুরী আবুল হোসেন এর অপসারণ ও বিচারের দাবীতে বান্দরবানে মানববন্ধন