বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বান্দরবানের ফুটবলের বড় আসর সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, বান্দরবান সেনা জোন ও জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও ফাইনাল খেলায় অংশ নেয় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল ও আলীকদম উপজেলা ফুটবল দল।
টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় আলীকদম উপজেলা ফুটবল দল, নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দলকে ২ গোলে হারিয়ে প্রতিযোগীতায় জয় লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান।
এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, অধ্যাপক থানজামা লুসাই, সদর জোন কমান্ডার লেঃ কর্নেল এস এম মাহমুদুল হাসান, নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ন রশিদ,জেলা পুলিশ সুপার, মোঃ শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও রোয়াংছড়ি সাব জোন কমান্ডার, মেজর এম এম ইয়াসিন আজিজ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মোঃরেজাউল করিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, রফিকুল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি, আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুবুসহ,সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় বান্দরবানের ৭টি উপজেলা ও ১টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ৮টি দল অংশগ্রহণ করে
বান্দরবান জেলা ও উপজেলার দুর্গম প্রত্যন্ত এলাকা হতে প্রতিভাবান খোলোয়াড় খুঁজে বের করে,জাতীয় পর্যায়ে তাদের তুলে আনাই, এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার মূল লক্ষ্য।
জেলার ফুটবল মাঠে এই প্রতিযোগিতার মাধ্যমে মাঠের প্রান ফিরে পেয়েছে,খেলা দেখতে আশা দর্শকদের উৎসাহ আর উদ্দীপনা ছিলো চোখে পড়ার মতো।এ ধরনের আয়োজন নতুন খেলোয়াড় সৃষ্টির পাশাপাশি, ক্রীড়ামোদী দর্শকদের আবারো মাঠে ফিরিয়ে আনবে বলে মনে করছেন খেলা দেখতে আশা দর্শকরা।
আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা সহ নতুন নতুন,আরো বেশি টুর্নামেন্টের আয়োজন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের ভূমিকা বেশি বলে মনে করছেন সাধারণ ক্রীড়ামোদী দর্শক।
আরো পড়ুন
সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষা আলোয় আলোকিত গবাইছড়ি প্রাথমিক বিদ্যালয়