ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রকল্প,যা ব্র্যাক হেলথ প্রোগ্রামের অধীনে পরিচালিত হচ্ছে, বান্দরবান জেলার সদর উপজেলা স্বাস্থ্য মিলনায়তনে ২৩সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায়একটি কর্মশালা আয়োজন করে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি হেলথ রেসপন্সার নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি করা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি,সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মান্না দে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ ভানু মারমা, আবাসিক মেডিকেল অফিসার ডা: তাহমিনা করিম রুপা,বান্দরবান ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো: ইফতেখার উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের SMO ডা: শাহরিয়ার তানবির,RMO BRAC সারওয়ার হোসেন,SPO BRAC মো:শামসুর রহমান,সাংবাদিক মুহাম্মদ আলী। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার মোজাহিদুল হক চৌধুরী।
ব্র্যাক জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যার মধ্যে ইমার্জেন্সি হেল্থ রেসপন্সার (জরুরি স্বাস্থ্য প্রতিক্রিয়া) গ্রুপ গঠন এবং তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এই কর্মকাণ্ডের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবা জোরদার করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং জরুরি পরিস্থিতিতে কার্যকর সাড়া প্রদানে সক্ষম কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করা হয়।
সবশেষে কর্মশালায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন বিষয় চিহ্নিত করে সেসবের জন্য পরবর্তীতে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা নোট করা হয়।
আরো পড়ুন
দূর্গা পূজা উৎসব উদযাপন পরিষদের মাঝে বান্দরবান সেনা জোনের উপহার প্রদান