সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ও সর্ববৃহৎ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বান্দরবানে সেনা জোনের উদ্যোগে দূর্গা পূজা উৎসব উদযাপন পরিষদের মাঝে অনুদানের চেক ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।
রবিবার(২১শে সেপ্টেম্বর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে সদর উপজেলার আওতাভুক্ত বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব উপহার প্রদান করা হয় অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান, পিএসসি এবং জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি উপস্থিত ছিলেন।
লে. কর্নেল মশিউর রহমান বলেন, পূজা উদযাপন নির্বিঘ্নে সম্পন্ন করতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত সেনা টহলও মোতায়েন থাকবে। সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক নিয়োগসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে।শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
এসময় সেনা জোনের উর্ধতন সেনা কর্মকর্তা,আগত বিভিন্ন পূজা উদযাপন কমিটির প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুর্গা পূজা মন্ডপে উপহার প্রদান