বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে প্রায় ১ কোটি ১১ লাখ টাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনসহ অসমাপ্ত বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (৭ মে ) সকাল সাড়ে ১০ টায় মধ্যম বাইশারী আবদুর রহমান ইবনে আউফ রাঃ মাদ্রাসা ও এতিমখানার ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ, বাইশারী ইসলামিয়া আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ,
বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের গাইড ওয়াল সম্প্রসারণ,নাইক্ষ্যংছড়ি সুফিয়া এবতেদায়ী মাদ্রাসার ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ,ও হেড়ম্যান চাক পাড়া হয়ে মধ্যম চাক পাড়া হয়ে উপর চাক পাড়া পর্যন্ত এইচ বিবি দ্বারা রাস্তার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর করেন
বান্দরবান জেলাপরিষদের সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদ সদস্য মংএচিং চাক,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, চট্টগ্রাম দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা রফিক বসরী নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের, সাংবাদিক মোঃ তৈয়ব উল্লাহ, বান্দরবান জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ পারভেজ সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, বাইশারী ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ছলিম উল্লাহ, সেক্রেটারি মাওলানা আহসান হাবিব, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ-সময় জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলার নায়েবে আমীর, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন কোন অবস্থাতে উন্নয়নের কাজে দুর্নীতি করা যাবে না যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় বিল বন্ধ করে দেওয়া হবে।