1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে বড় বোনের দখলে তিন ভাইয়ের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫নং সোনাইছড়ি ইউনিয়নের ২৬৯ নং সোনাইছড়ি মৌজার ঠাকুর পাড়ায় আপন বড় বোন ও দুলাভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তিন ভাই।

শনিবার (৯ আগস্ট) দুপুরে বান্দরবান প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের ভুক্তভোগী তিন ভাই অংছাইন মারমা, ক্যএ মারমা ও মংমুই মারমা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জমির ক্রেতা মংনোসা মারমাও উপস্থিত ছিলেন।

অভিযোগে বলা হয়, ২৬৯ নং সোনাইছড়ি মৌজার খতিয়ান নং-৫৮ এর বিভিন্ন দাগে মোট ৭ একর ১ম শ্রেণির জমির মধ্যে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ১.১৪৭৫ একর জমি তিন ভাইয়ের নামে রেকর্ড সংশোধন ও রেজিস্ট্রি হয়। কিন্তু দীর্ঘদিন ধরে ওই জমি বেআইনিভাবে দখলে রেখেছেন বড় বোন উছাইচিং মারমা ও তার স্বামী অংক্যচিং মারমা।

তিন ভাই অভিযোগ করেন, নিজেদের প্রাপ্য জমি বুঝে নিতে চাইলে বড় বোন ও দুলাভাই বিক্রি করার পরামর্শ দেন এবং নিজেরাই ক্রেতা ঠিক করে দেন। পরবর্তীতে বিক্রির সব কার্যক্রম সম্পন্ন ও অর্থ লেনদেন হলেও ক্রেতাকে জমি বুঝিয়ে না দিয়ে জবরদখল করে রাখেন। এ ছাড়াও উপজেলা ভূমি অফিস ও থানায় মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে তিন ভাই ও ক্রেতাকে হয়রানি করছেন বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে দ্রুত দখলকৃত জমি ফেরত এবং হয়রানি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

আরো পড়ুন

 

লামায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট