নাইক্ষ্যংছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২৫-২৬ সেশনে আলিম প্রথম বর্ষ ও ২০২৪-২৫ ফাজিল প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস এক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ ছৈয়দু বশরের সঞ্চালনায় ও পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী ক্লাসের শুভ সুচনা বক্তব্য রাখেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার মোহাদ্দেস মওলানা মোঃ সেলিম উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গর্ভনিংবড়ির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহাম্মদ, সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, ওসির প্রতিনিধি এসআই মোঃ ফেরদৌস,স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫ আগষ্টের পর যে অবস্থা হয়েছে তা কেটে এখন ভাল পড়াশোনা চলছে। শিক্ষকদের উদ্দেশ্য বলেন, আগের চেয়ে আরও ভাল রেজাল্ট করার পাশাপাশি মাদ্রাসার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,নিয়মিত ক্লাসে আসতে হবে,বাবা-মা,শিক্ষকদের সম্মান প্রদর্শন করে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানান।
এসময় তারা আরও বলেন, ঢাকা,শহর নয়,পড়াশোনা করলে অজয় পাড়া গায়ে থেকে পড়াশোনা করে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল সহ মাদরাসা ছাত্রছাত্রীরা কৃতিত্বের সাক্ষর রাখছে।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ছৈয়দ নুর, কমিটির সদস্য মওলানা হেলাল,সাবেক মেম্বার ফয়েজ আহমদ,সিনিয়র শিক্ষক মওলানা জাকারিয়া, মাওলানা নবীউল আলম,শিক্ষর্থীদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, জোছনা আক্তার।
শেষে দেশ ও জাতির জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
আরো পড়ুন