1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক সহ ধরা পড়লো দুই নারী পাচারকারী

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির রেজুআমতলী সীমান্তে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা টেবলেটসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপির জোয়ানরা সীমান্ত এলাকার হাজমপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

এসময় মিয়ানমার থেকে বড় একটি মাদকের চালান নিয়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন নারী একটি ব্যাগ হাতে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে টহলরত বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এসময় পালানোর চেষ্টা কালে দুই নারীকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন।

আটক নারীরা হলেন মোছাম্মদ গোলজাহার (৩৩), স্বামী মৃত খাইরুল বাশার, ও মোছাম্মদ কুলছুমা (২৯), স্বামী কামাল হোসেন। তারা উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-সি’র বাসিন্দা।
বিজিবি সূত্রে জানান,তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারই ধারাবাহিকতায় ইয়াবাসহ ২ নারী পাচারকারীকে আটক করেছ বিজিবি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

আরো পড়ুন –পরিবেশ দূষন রোধে সকলকে এগিয়ে আসতে হবে-বান্দরবান জেলা প্রশাসক, শামীম আরা রিনি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট