1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছিতে আবারো মাইন বিস্ফোরণে উড়ে গেলো যুবকের বাম

নিজস্ব সংবাদদাতা, নাইক্ষ্যংছড়ি উপজেলা।
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা গুলোতে মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

গতকাল শনিবার উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে মো. হোসেন (৩৩) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বেলা ১১টা ৪০ মিনিটে সীমান্তের ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত মো. হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাড়া পাতাবাড়ি গ্রামের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হোসেন প্রতিদিনের মতো বাঁশ কাটতে সীমান্তে যান। কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এবং মুহূর্তেই তার বাম পা উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন,সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা দুঃখজনক,গুরুত্বের সাথে আমরা বিষয়গুলো দেখছি।

 

 

আরো পড়ুন –রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাসের হার মাত্র ২২%

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট