বান্দরবানের বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে “লিডারশীপ ফর পিরিয়ড হেলথ ওয়ার্কশপ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টায় মানবিক পাঠশালা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে এবং স্থানীয় সামাজিক সংস্থা বিএনকেএস ও এপেক্স ক্লাব অব সাঙ্গু'র সার্বিক সহযোগিতায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের তত্বাবধানে ওয়ার্কশপটি আয়োজন করা হয়।
ওয়ার্কশপে মেয়েদের মধ্যে পিরিয়ড হেলথ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নেতৃত্বমূলক দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় শিক্ষার্থীদের মাঝে খোলামেলা আলোচনা, দলগত কাজ এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস এবং সামাজিক বাঁধা অতিক্রম করার নানা দিক তুলে ধরা হয়। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ম্যামাচিং মার্মা বলেন, আমরা আগে মাসিক নিয়ে অনেক কিছু লুকাতাম, লজ্জা পেতাম। আজকে প্রথমবার সাহস করে এই নিয়ে কথা বললাম।
প্রতিটি অংশগ্রহণকারীকে স্যানিটারি ন্যাপকিন, সুরক্ষা সাবান এবং ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। ডেপুটি টিম লিডার ছমিরা আক্তার শিরিন জানান, নারীর স্বাস্থ্যসচেতনতা ও ক্ষমতায়নে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ওয়ার্কশপ সম্পর্কে জানতে চাইলে মানবিক পাঠশালার বান্দরবানের টিম লিডার ইয়াছিন আরাফাত বলেন, আমরা বিশ্বাস করি, সচেতনতা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে একটি স্বাস্থ্যবান, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
উক্ত ওয়ার্কশপের উপস্থিত ছিলেন, সুমাইয়া হেলাল মিমি, হাসান ইমাম উদ্দিন,কামরুল হাসান, সাবরিনা সুলতানা জেনি সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।