1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

নির্বাচনসহ ৫ দফা দাবিতে লামায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

মোরশেদ আলম চৌধুরী, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

বান্দরবান জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) আসর নামাজের পর মডেল মসজিদ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কাজী মোঃ ইব্রাহিম, আমীর, লামা উপজেলা। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ফারুক আহমেদ, সাংগঠনিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলা। বক্তব্য রাখেন ডাক্তার ফরিদুল আলম, জাকারিয়া হেলালি, মোঃ আকবর, মোঃ আলী নোমানী, মুহাম্মদ সরওয়ার আলম ও মোঃ হাশেম।

 

এসময় জামায়াতের পক্ষ হতে বক্তারা ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান,বক্তারা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে।জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু রাখা,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা,ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা সহ পাচটি দাবি তুলে ধরেন।

সমাবেশ থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের আহ্বান জানান জামায়াতে ইসলামী বাংলাদেশ এর লামা উপজেলার নেতৃবৃন্দ।

 

আরো পড়ুন

 

 

শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট