পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন বান্দরবান এর যৌথ উদ্যোগে বান্দরবান বাজার মসজিদ সংলগ্ন বান্দরবান বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সোমবার (৯সেপ্টেম্বর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা কালে ইসমাইল এন্ড ব্রাদার্স নামক প্রতিষ্ঠান হতে ১০৪ কেজি পলিথিন জব্দ ও ৫০০০/- টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক, মোঃ রেজাউল করিম,এছাড়া সার্বিক সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আরো পড়ুন