বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন (বিএইচএএ) কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত দেশব্যাপী কর্মবিরতি কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা।
৬ দফা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচিতে লামা উপজেলা শাখার সকল স্বাস্থ্য সহকারী অংশ নিয়েছেন। ফলে টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের অভিভাবকরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বিএইচএএ লামা উপজেলা শাখার সভাপতি ও বান্দরবান জেলা আহ্বায়ক রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ খালিদ মাহমুদ, বিভাগীয় কমিটির সদস্য রুবেল দাশ, অর্থ সম্পাদক রাহনুমা বেগম, সহকারী অর্থ সম্পাদক আসাদুল ইসলাম তন্ময়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আন্দোলনকারীরা জানান, “আমরা জনগণের সেবক। কিন্তু আমাদের ন্যায্য দাবি বারবার উপেক্ষিত হওয়ায় বাধ্য হয়েছি কর্মবিরতিতে যেতে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি:
১️নিয়োগবিধি সংশোধন করে স্নাতক যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড প্রদান।
২️ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেড ও টেকনিক্যাল মর্যাদা নিশ্চিত করা।
৩️পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান।
৪️ প্রশিক্ষণ ছাড়াই সবার জন্য স্নাতক স্কেল চালু।
৫️বেতন পুনর্নির্ধারণে টাইম স্কেল সংযুক্ত করা।
৬️ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সমমানের স্বীকৃতি প্রদান।
লামা উপজেলা স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, তাদের এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলমান থাকবে।
আরো পড়ুন
বিলাইছড়িতে কড়া নিরাপত্তায় সম্পন্ন হলো শারদীয় দুর্গা পূজা বিসর্জন