1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

পনের দিন ধরে নিখোঁজ বান্দরবান কালেক্টরেট স্কুল স্কুল ছাত্র রেংনয়া ম্রো

মোঃ নাজমূল হুদা, প্রতিনিধি ।
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

 

বান্দরবানে গত পনের দিন ধরে নিখোঁজ রয়েছে স্কুল ছাত্র রেংনয়া মুরুং (১৫)। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং হেডম্যান পাড়ার (৯ নংওয়ার্ড) এর সিংপাস ম্রো এর সন্তান। সে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেনীর ছাত্র।

তার পিতা সিংপাস ম্রো বলেন, আমরা আত্মীয় স্বজনসহ অনেক খোঁজাখুঁজির পরও এখন পাওয়া যায়নি। অসহায় হয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, রেংনয়া ম্রো (১৫), পিতা, সিংপাস ম্রো, মাতা সং পুং ম্রো । গত ১৯ সেপ্টেম্বর, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সময় হতে শুক্রবার, ২৬ সেপ্টেম্বর,২০২৫ ইং সকাল সাড়ে ১০ টার সময়ে বান্দরবান সদর থানাধীন ডিসি অফিস এরিয়া হতে রেংনয়া ম্রো নিখোঁজ রয়েছে। তার গায়ের রং ফর্সা।
সে নবম শ্রেণির ছাত্র।

বান্দরবান কালেক্টর স্কুল এন্ড কলেজ হতে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় খোঁঁজাখুঁজি করা হয়েছে, এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান,এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

আরো পড়ুন

 

বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে হ্যান্ডবল ফাইনালে জাদিডংয়ের জয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট