বান্দরবান জেলা সদরের পৌর এলাকার ৬নং ওয়ার্ড বনরুপা পাড়ায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে জহিরুল ইসলাম ভুট্টু নামে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধানমতে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি।
বুধবার(১৩ই আগস্ট) সকালে পৌর এলাকায় অবৈধ মাটি ও বালি উত্তোলন ও পরিবহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় পৌরসভার ৬নং ওয়ার্ড বনরুপা পাড়ায় পাহাড় কর্তন ও মাটি পরিবহণের উপর মোবাইল কোর্ট পরিচালনা কালে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত সকাল ৭ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সময়ে মাটি ও বালি বহনকারী ট্রাক, পৌর এলাকার অভ্যন্তর সড়ক ব্যাবহার করে পরিবহন না করার বিষয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসনের সিদ্ধান্ত হয়েছে এছাড়া একই সাথে অবৈধ মাটি ও বালি উত্তোলনকারী দের বিরুদ্ধে আরো কঠোর অভিযান পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ হতে।
এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার সকল উপজেলায় অবৈধ পাহাড় কর্তন ও বালি উত্তোলনে মোবাইল কোর্ট অব্যাহত আছে।
এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।বুধবার উপজেলার ফাইতং ইউনিয়নে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আরো পড়ুন