বান্দরবানে আগত ৪০ জন পর্যটক বহনকারী ফরিদপুর থেকে গত ৫ই অক্টোবর বান্দরবানে ভ্রমণে আশা সোহাগ পরিবহনের একটি বাস জেলার মেঘলা পর্যটন এলাকায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের লিজকৃত ফিলিং স্টেশনের টেলিফোন সংযোগ লাইন ও সিসি ক্যামেরা লাইনের তার ছিড়ে ফেলায় বাসের ড্রাইভার কে আটক করে,গাড়ির চাবি নিয়ে ফেলে ফিলিং স্টেশনের কর্মচারীরা,এতে ভোগান্তিতে পড়ে বান্দরবানে ভ্রমনে আশা ৪০ জন পর্যটক।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান গতকাল রাত ১০ টার দিকে ফিলিং স্টেশনে ডোকার সময় বাসের সাথে টেলিফোনের তার জড়িয়ে যায়,ফিলিং স্টেশনের লোকজন গাড়ির ড্রাইভার কে মারধর করতে দেখেছি,তার চাবি তারা নিয়ে নিয়েছে।
এদিকে ফরিদপুর থেকে আশা পর্যটকবাহী বাসের একজন পর্যটক ইব্রাহিম মুন্সী জানান আমরা গত ৫ তারিখে বান্দরবান এসেছি,আজ ভোর ৪টায় বান্দরবান ছেড়ে যাওয়ার কথা,গতকাল রাতে আমাদের বাসের ড্রাইভারের অনাকাঙ্ক্ষিত একটি ভুলের জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বাসের চাবি রেখে দেয় এতে আমাদের ৪০ জন পর্যটক এখানে আটকা পড়ে যাই।আমরা দুঃখ প্রকাশ ও ক্ষতিপূরণের জন্য ৪ হাজার টাকা দিবো বলার পরেও তারা আমাদের ছাড়েনি,অবশেষে আজকে আপনাদের কারনে শান্তিপূর্ণ একটি সমাধান হওয়ায় সন্তুষ্ট।
ফিলিং স্টেশন ম্যানেজার মোঃ পারভেজ বলেন ঘটনায় আমাদের টেলিফোন লাইনের তার,সিসি ক্যামেরা লাইন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে,একটি আইপিএস শর্টসার্কিটের কারনে বিকল হয়েছে বলে ধারনা করছি।তবে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।
এদিকে ঘটনার পর নিজেদের মধ্যে সমজতা না হওয়ায় বিষয়টি ট্যুরিস্ট পুলিশকে জানানো হয়,ভুক্তভোগী ট্যুরিস্টদের ফোনে বিষয়টি সমাধানে এগিয়ে আশেন ঢাকা পোস্ট এর প্রতিনিধি।
সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে আগত পর্যটক প্রতিনিধি ইব্রাহিম মুন্সী ও ফিলিং স্টেশনের দায়িত্বশীল ম্যানেজার মোঃ পারভেজ এর মধ্যে সাথে শান্তিপূর্ণ একটি সমাধান হয়।
অবশেষে ১৪ ঘন্টা পর ফরিদপুর থকে আগত পর্যটকদের গাড়ির চাবিটি ফিরিয়ে দেয় ফিলিংস্টেশন কর্তৃপক্ষ। হয়রানির স্বীকার হওয়ায় কিছু ক্ষোভ থাকলেও ক্ষতিপূরণ দেয়া ছাড়াই বান্দরবান ভ্রমণ শেষ করলেন ফরিদপুর থেকে আশা ৪০ জন পর্যটক।
এ বিষয়ে টুরিস্ট পুলিশ সুপার, মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী,ঢাকা পোস্ট কে বলেন আমরা চাইনা কোন পর্যটক ভ্রমনে এসে হয়রানির স্বীকার হোক,জেলা ট্যুরিস্ট পুলিশ সবসময় আন্তরিক ভাবে ট্যুরিস্টদের যেকোন সমস্যায় এগিয়ে আশে।ভ্রমনকারী পর্যটকরা যে কোন অসুবিধায় ট্যাুরিস্ট পুলিশ এর হট লাইন- ০১৩২০-২২২২২২ নাম্বারে অথবা জাতীয় জরুরী সেবা নাম্বার - ৯৯৯ এ যোগাযোগ করে নিজেদের অসুবিধার বিষয়টি জানালে তাৎখনিক পুলিশ ভুক্তভোগীকে সেবা দিতে সেখানে পৌছে যাবে।
আরো পড়ুন
টাইফয়েড টিকা গ্রহণে কোন পার্শ্ব প্রতিক্রিয়া,ঝুঁকি নেই- বান্দরবান সিভিল সার্জন