1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

পাহাড়ে ফুটবল উন্মাদনা,সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের জার্সি উন্মোচন

নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

আবারো পার্বত্য জেলা বান্দরবানে শুরু হতে যাচ্ছে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা।ক্রিড়াই শ‌ক্তি, ক্রিড়াই বল “ এই প্রতিপাদ্য কে  সাম‌নে রেখ‌ে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হ‌তে যা‌চ্ছে সেনা রি‌জিয়ন কাপ ফুটবল প্রতি‌যোগীতা।

প্রতিযোগিতার আয়োজন সহ নানা প্রস্তুতি নিয়ে ব্যাস্ত সময় পার করতেছেন প্রতিযোগিতার আয়োজক বান্দরবান সেনা রিজিয়ন ও বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সংশ্লিষ্টরা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৮ই সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান সেনা রিজিয়ন এর ফুটবল গ্রাউন্ডে  এবারের সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন দলের জার্সি উন্মোচন অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা, সাব জোন কমান্ডার, এমএম ইয়াছিন আজিজ, জেলা ক্রীড়া অফিসার রেজাউল করিম, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের, সাধারণ সম্পাদক, রফিকুল আলম, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিবারের সভাপতি, আজাহারুল ইসলাম বাবুল, সেক্রেটারী থুইসিং প্রু লুবু, প্রেসক্লাবের সভাপ‌তি আ‌মিনুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।

আগামীকাল ১৯শে সেপ্টেম্বর থেকে, বান্দরবান জেলা ষ্টেডিয়ামে  সাতটি উপজেলা দল ও ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সহ মোট আট টি ফুটবল দলের অংশগ্রহনে শুরু হবে পাহাড়ে ফুটবলের বড় আসর বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা।

 

আরো পড়ুন

 

রোয়াংছড়ি উপজেলা ফুটবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

 

শুরু হবে এই টুর্ণামেন্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট