“শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বান্দরবান জেলা বিএনপির এক মতবিনিময় সভা ২৩শে সেপ্টেম্বর সকালে স্থানীয় হিলভিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহাবুবের রহমান শামীম বলেন, আসন্ন দুর্গোৎসবে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সফর করবেন। তবে নেতাকর্মীদের ভীড় করা যাবে না।
আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কিছু কুচক্রী মহল তৎপর রয়েছে। তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। কোন দলকে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হবে তাদেরই নির্বচিত করতে হবে। একমাত্র বিএনপিই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে পারে।
তাই আগামী নির্বাচনে বিএনপিকে নির্বচিত করতে হবে।
বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি রাজপুত্র সাচিং প্রু জেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, শ্রীপদ অমল হরি গৌরদাস ব্রহ্মচারী,শ্রী শ্রী রাঁধা গীরিধারী মন্দির ইসকন, কালাঘাটা, বান্দরবান।
বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি শ্রী নিখিল কান্তি দাশ,শ্রী ছোটন চক্রবর্তী, প্রধান পুরোহিত, কেন্দ্রীয় দুর্গা মন্দির,বান্দরবান।বান্দরবান কেন্দ্রীয় দূর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি রাজেস্বর দাশ বিপ্লব।
এছাড়াও মতবিনিময় সভায় বান্দরবান
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ওসমান গণি। বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রশিদ,যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন,যুগ্ম আহবায়ক রিটল কান্তি বিশ্বাস,বান্দরবান জেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের,জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো: আজম,জেলা মহিলা দলের সভাপতি নীলুতাজ বেগম, মহিলা নেত্রী উম্মে কুলসুমা লীনা,জেলা মৎস্য জীবি দলের সভাপতি মো: আবুল হাশেম,সহ-সভাপতি মো: মোরশেদ মেম্বার,সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন, সদর উপজেলা বিএনপির নেতা জসিম মেম্বার,পৌর বিএনপির নেতা রাজু কর্মকার'সহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন
বান্দরবান প্রেসক্লাবের সাথে দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়