1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

প্রথমবারের মতো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বান্দরবান বিশ্ববিদ্যালয়ে

মোঃ আরিফ, নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হলো আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। এই আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা, উৎসাহ ও বুদ্ধিবৃত্তিক চর্চার চেতনা জাগিয়ে তোলে।

শনিবার(১৭ মে) বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব। পরদিন রবিবার(১৮ মে) অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মোঃ সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সন্মানিত সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান।

অতিথিরা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, মতপ্রকাশের স্বাধীনতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার বিকাশে বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। এস এম হাসান তাঁর বক্তৃতায় সমাজ, শিক্ষা ও ন্যায়বিচার নিয়ে চমৎকার বিশ্লেষণ উপস্থাপন করেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল: “আর্থ-সামাজিক বৈষম্য ঘোচানো সম্ভব নয়, এটি সমাজের স্বাভাবিক পরিণতি।” এই বিতর্কে ইংরেজি বিভাগ ছিল পক্ষে এবং BBA বিভাগ ছিল বিপক্ষে। যুক্তি, উপস্থাপনা ও বাস্তবতার ভিত্তিতে বিচারকরা ইংরেজি বিভাগকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দলের নেতৃত্বে ছিলেন শ্রাবণী বড়ুয়া তিশা। সেরা বিতার্কিক নির্বাচিত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহাবুবা সুলতানা মিম।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এদিন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বান্দরবান বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (BUDS)। বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান বিইউডিএস-এর প্রথম কমিটি ঘোষণা করেন। সভাপতি নির্বাচিত হন বিবিএ বিভাগের তানভীর মহতাব চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন জিডিএস বিভাগের চন্দ্রিমা বড়ুয়া।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

আরো পড়ুন – লামার চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার, ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার করেছে পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট