1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বান্দরবানের দারুণ সাফল্য চট্টগ্রাম বিভাগীয় বক্সিংয়ে চ্যাম্পিয়ন, ১০ জন খেলোয়াড় জাতীয় পর্বে

মোঃ আরিফ, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় বক্সিং প্রতিযোগিতায় আবারও দুর্দান্ত সাফল্য দেখিয়েছে পার্বত্য জেলা বান্দরবান। ৩১তম জাতীয় পুরুষ সিনিয়র এবং ৭ম জাতীয় মহিলা সিনিয়র বক্সিং প্রতিযোগিতার বিভাগীয় পর্বে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করেছে তারা।

চট্টগ্রামের সাগরিকা বিকেএসপি জিমনেসিয়ামে গত বুধবার (১৬ জুলাই) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০টি ওজনশ্রেণিতে শিরোপা জিতে নেয় বান্দরবানের বক্সাররা।

৩১তম জাতীয় পুরুষ সিনিয়র এবং ৭ম জাতীয় মহিলা সিনিয়র বক্সিং প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মো.শফিউল আজম মাসুদ।

উপস্থিত ছিলেন বক্সিং কোচ এবং বাংলাদেশ বক্সিং ফেডারেশন সদস্য সুশান শেহজাদ,  বিকেএসপি চট্টগ্রামের বক্সিং কোচ মোনায়েবার রহমান, বান্দরবান বক্সিং একাডেমির সভাপতি মাহফুজুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ক বিশেষ সহকারী এবং বান্দরবান জেলা প্রতিনিধি মো.আরিফ, মো.আরমান হোসেন, আশরাফ আলভী, প্রীতি রানী ত্রিপুরা, হারুন, সিংসিং প্রু মারমা, উসাই মে মারমা, সুমান্ত তঞ্চঙ্গ্যাসহ একাডেমির অন্যান্য সদস্যবৃন্দরা।

এই সাফল্যের মাধ্যমে বান্দরবান জেলার ১০ জন প্রতিযোগী আগামী ২৬ থেকে ২৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় মূল পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

বান্দরবান বক্সিং একাডেমির কোচরা জানান, এবার দলে বেশ কিছু নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছে। কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড় বর্তমানে বিভিন্ন বাহিনীতে কর্মরত থাকায় তাদের পরিবর্তে নবাগতদের সুযোগ দেওয়া হয়। নতুন এই খেলোয়াড়রাও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়েছে।

বাংলাদেশের জাতীয় বক্সিং কোচ এবং বান্দরবান জেলা বক্সিং কমিটির চেয়ারম্যান মাহফুজুর রশিদ বাচ্চু বলেন, আমরা এবার নতুনদের সুযোগ দিয়েছি, যারা প্রথমবার অংশ নিয়েই অসাধারণ দক্ষতা দেখিয়েছে। কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়াই শুধুমাত্র স্থানীয় জনগণের ভালোবাসা আর অনুপ্রেরণায় বান্দরবানের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করছে। বক্সিং এখন বান্দরবানের তরুণ সমাজের নেশায় পরিণত হয়েছে।

প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার পাশাপাশি আফগানিস্তান ও রাশিয়ার কয়েকজন খেলোয়াড়ও অংশগ্রহণ করেন, যা এবারের আয়োজনকে করেছে আরও প্রতিযোগিতামূলক। এই চ্যালেঞ্জিং পরিস্থতিতে বান্দরবানের খেলোয়াড়রা নিজেদের যোগ্যতা প্রমাণ করে সবার প্রশংসা কুড়িয়েছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় মাহফুজুর রশিদ বাচ্চু বান্দরবানবাসীদের উদ্দেশে বলেন,
আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা জাতীয় পর্বেও ভালো ফলাফল করে বান্দরবানের গৌরব করতে পারি এবং বান্দরবান জন্য সম্মান বয়ে আনতে পারি।

 

 

আরো পড়ুন –

রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল জুলাই শহীদদের স্মরণ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট