বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় প্রাকৃতিকভাবে ছড়ায় জমে থাকা পাথর ও এর অবস্থান পর্যবেক্ষণ করতে পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব, শিমুল সরকার।
পরিদর্শনের অংশ হিসেবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রোয়াংছড়ি উপজেলার ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নে ৪নং ওয়ার্ড বেংছড়ি পাড়া রখইক্ষ্যং ছড়াতে পরিদর্শন করেন সিনিয়র সহকারি সচিব শিমুল সরকার।
প্রাকৃতিকভাবে ছড়ায় জমে থাকা পাথর ও এর অবস্থান পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক টিমের সবাই হেঁটে ছড়ার পানির মধ্য দিয়ে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় তারা পাথরের ধরণ, আকার এবং অবস্থান ও পরিবেশগত ভাবে এর প্রভাব পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে বিদ্যুৎ,খনিজ সম্পদ ও জ্বালানি মন্ত্রণালের সহকারি সচিব, শিমুল সরকার বলেন বর্তমানে পার্বত্য অঞ্চলে সকল ঝিরি,ছড়াতে প্রাকৃতিক ভাবে পাথর গুলো যেমন অবস্থায় আছে ঠিক ঠিক তেমন ভাবেই রাখতে হবে।
পাথরের অবস্থান ও প্রাপ্যতা অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।প্রাকৃতিক এই সম্পদ সংরক্ষণ এবং সঠিকভাবে ব্যবহার করা গেলে এলাকার অবকাঠামো উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তা সহায়ক হবে।
এদিকে কার্যক্রম সম্পর্কে ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেহ্লাঅং মারমা বলেন বিগত দিনে আমাদের ইউনিয়নে বিভিন্ন জায়গায় পাথর উত্তোলন করা হয়েছে,দ্বায়িত্ব নেয়ার পর থেকে প্রশাসন,স্থানীয় এলাকাবাসী,পাড়া কারবারি সহ সকলে সম্মিলিত ভাবে প্রকৃতি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
এসময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার,১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেহ্লাঅং মারমা, ৪নং ওয়ার্ডের সদস্য , সুমন তংঞ্চঙ্গ্যা এবং স্থানীয় এলাকাবাসী।
আরো পড়ুন
বান্দরবানে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ