1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বান্দরবানের সবগুলো উপজেলায় পর্যটক ভ্রমনে নেই মানা,রুমা ও থানচি উপজেলা ভ্রমন পর্যটকদের জন্য আজ থেকে উন্মুক্ত 

মোঃ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে
পাহাড় কন্যা বান্দরবানে প্রকৃতি প্রেমী পর্যটকদের অনাবিল ঘোরাঘুরি,সবুজ নীল দিগন্তে চোক জুড়ানো,মনোমুগ্ধকর পাহাড়ি জীববৈচিত্র্য উপলব্ধি করতে করতে জল পাথরের বুক চিড়ে সাঙ্গু নদীর স্বচ্ছ জলরাশীর স্নিগ্ধ অনুভূতির শিহরণ আর রাতের বেলায় নদীর চরে বন্ধুদের আড্ডায় ক্যাম্প ফায়ারের আনন্দে মেতে উঠা,পাহাড়ি পল্লীতে ক্ষুদ্র-নৃগোষ্টি সম্প্রদায়ের গ্রামগুলো,তাদের জীবনযাপন কাচঁথেকে দেখা।
তাদের পরিবেশে রাত কাটানোর আনন্দ  এ যেনো এক অবর্ণনীয় অনুভূতি।
পর্যটকদের ভ্রমণে ইতিপূর্বে জেলা সদর সহ ৫ টি উপজেলায় পর্যটকদের ভ্রমণ  নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সর্বশেষ রুমা,ও থানচি উপজেলায় আজ শুক্রবার(৬ইজুন) হতে এই দুই উপজেলায় পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার(৫ই জুন) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গনবিজ্ঞপ্তির মাধমে বিষয়টি নিশ্চিত করা হয়।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ৩ জুন  তারিখের সভার সিদ্ধান্ত ও সদর দপ্তর,৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনানিবাসের গত ৫ জুন তারিখের ১৪০/৫৯/ জিএস (ইন্ট) পত্রের আলোকে  থানচি উপজেলার, থানচি হতে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতুঙ্গি পর্যন্ত এবং রুমা উপজেলার- রুমা বাজার হতে বগালেক পর্যন্ত (মুনলাই পাড়াসহ) এলাকায় পর্যটকদের ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। আর এই গনবিজ্ঞপ্তির মাধমে  বান্দরবানে পর্যটকদের জন্য জেলা সদর সহ ৭ টি উপজেলার  সকল পর্যটন স্পষ্ট গুলোতে এখন  পর্যটকদের ঘুরতে যেতে বাধা নেই।
প্রসঙ্গত জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে ২০২৩ সালের ১৬ মার্চ থেকে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।
দীর্ঘদিন পর দুই উপজেলার পর্যটন স্পষ্ট গুলো পর্যটকদের জন্য খুলে দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যাবসায়িরা।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি  বলেন রুমা ও থনচিতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়,সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড এর পাত্রের আলোকে শুক্রবার থেকে পর্যটকদের জন্য ভ্রমণে উন্মুক্ত করা হয়েছে।
রুমা উপজেলায় আগত পর্যটকদের জন্য বাকলাই পাড়া সড়কপথে তমাতুঙ্গী পর্যন্ত যেতে পারবেন,দেশের পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া হয়ে পাহাড়ের চূড়ায় রহস্যময় বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা।
এছড়া থানচি উপজেলার মদক, তিন্দুমুখ পর্যন্ত পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে।তবে এসকল এলাকার বাইরে পর্যটকদের না যাওয়ার জন্য আগত সকল পর্যটকদের তিনি অনুরোধ করেন।
এসময় তিনি  বাংলাদেশের সকল জেলার জনসাধারণ কে বান্দরবান ভ্রমণের জন্য বলেন।পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যালোচনা করে পরবর্তীতে অন্যান্য দর্শণীয় স্থানগুলোও ভ্রমণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট