1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

বান্দরবানে অনিয়ন্ত্রিত পাহাড় কাটায় ধসের সম্ভাবনা বেড়েছে বহুগুণ,ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত

মোঃ শহীদুল ইসলাম, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

বান্দরবানে গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাত এখনো অব্যাহত আছে,জেলার সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে,নদীতীরবর্তী বসবাসকারী জনসাধারণের দিন কাটছে উৎকন্ঠা আর আতংকের মধ্যে।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকার কারনে জেলা সদরের লাঙ্গিপাড়া,বালাঘাটা, কালাঘাটা,ক্যাচিংঘাটা,সাইঙ্গা সহ বেশ কয়েকটি পাহাড় অধ্যুষিত এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল, জানান গত ২৪ ঘণ্টায় সকাল ৯টা পর্যন্ত ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে,পাহাড় ঘেষা বসবাসকারী জনসাধারণ অনেক ঝুঁকিতে আছেন বলে তিনি জানান।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারনে জেলা সদরের সাথে অন্য উপজেলা গুলোর সড়ক যোগাযোগ ব্যাবস্থা এখনো স্বাভাবিক থাকলেও বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসে রাস্তার উপর মাটি পড়ায় যাতায়াতকারী যানবাহন অনেকটা চলাচল কঠিন হয়ে উঠেছে।পাহাড় ঘেষা এ সকল সড়কে যে, কোন সময় ভয়াবহ দুর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে রুমা উপজেলায় ২ নং সদর ইউনিয়নের আশ্রম পাড়া এলাকায় বসবাসকারী রুমার স্থানীয় সাংবাদিক অংবাচিং মারমা এর বাড়ির সামনের পাহাড় ধসে পড়েছে, গভীর রাতে টানা বৃষ্টির কারণে এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ধসের ভয়াবহতা দেখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

অনিয়ন্ত্রিত পাহাড় কাটার কারনে পাহাড় ধসের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে জেলা সদর সহ, লামা,থানচি,আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড় অধ্যুষিত এলাকা গুলোতে।

এদিকে ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় পূর্ব সতর্কতা বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান,ইতিমধ্যে জেলার ৭টি উপজেলা প্রশাসনের নির্বহী কর্মকর্তাদের স্ব স্ব স্থানে নজরদারি বৃদ্ধি সহ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য বলে দেয়া হয়েছে।

জেলা ত্রান ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির পক্ষ হতে সার্বক্ষনিক যোগাযোগের জন্য একটি WhatsApp গ্রুপ খোলা হয়েছে।

আমরা সার্বক্ষনিক যোগাযোগ রাখছি,এখনো পর্যন্ত কোথাও কোন দুর্ঘটনার সংবাদ পাইনি তবে বেশ কয়েকটি স্থানে যোগাযোগ ব্যাবস্থার অবনতি হয়েছে যা সংস্কারে সংশ্লিষ্টরা কাজ করছেন।

ধারাবাহিক বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় অধ্যুষিত এলাকায় বসবাসকারী জনসাধারণ কে সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

 

 

 

আরো পড়ুন –পশু হাসপাতাল থেকে শুরু করে সকল দপ্তরে কর্মরতদের পদান্নোতি হলেও আমাদের গ্রেড পরিবর্তন হয়নি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট