1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

বান্দরবানে অভিযোজন এক্সপো: জলবায়ু সহনশীলতার অভিযাত্রায় নতুন দিগন্ত

মং খিং মারমা,নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

 

বান্দরবানের পাহাড়ি জনপদে পরিবেশবান্ধব উদ্ভাবন, সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং জলবায়ু সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজন করা হলো এক অনন্য প্রদর্শনী ও প্রতিযোগিতা। বুধবার (২০ আগস্ট) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনটির নাম দেওয়া হয় “অভিযোজন এক্সপো”।

উন্নয়ন সংস্থা গ্রাউস-এর উদ্যোগে আয়োজিত এ এক্সপো ছিল একদিকে পরিবেশবান্ধব চিন্তা-চেতনার উৎসব, অন্যদিকে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ছড়িয়ে দেওয়ার এক মঞ্চ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি। সভাপতিত্ব করেন গ্রাউসের চেয়ারপারসন মংথুইচিং।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমা, মানবাধিকার ও উন্নয়নকর্মী লেলুং খুমী, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং এবং আশিকার উপ-নির্বাহী পরিচালক কক্সী তালুকদারসহ আরও অনেকে।

এক্সপোর বিভিন্ন স্টলে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় স্থানীয় প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনী প্রচেষ্টা ও সৃজনশীল কর্মকাণ্ড প্রদর্শিত হয়। পাহাড়ি তরুণ-তরুণীদের সক্রিয় অংশগ্রহণে এক্সপো রূপ নেয় সচেতনতার এক প্রাণবন্ত উৎসবে।

পরে জলবায়ু পরিবর্তন বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মধ্যে জ্ঞানচর্চার এক নতুন স্ফূরণ জাগে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
স্থানীয়দের মতে, এই আয়োজন শুধু প্রদর্শনী নয়—এটি ভবিষ্যৎ প্রজন্মকে টেকসই পৃথিবীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণার মশাল।

 

 

আরো পড়ুন

 

বান্দরবানে চাঁদের গাড়ি দুর্ঘটনায় এক নারী নিহত,আশংকাজনক ৩ জনকে পাঠানো হয়েছে চট্টগ্রামে 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট