বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে একটি ইটভাটা থেকে দুই শ্রমিককে অপহরণ করেছ নিয়ে গিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এএইচএন নামক ইটভাটা থেকে আমিরাবাদ, সুপছড়ি এলাকার স্থানীয় বাসিন্দা, তপন দাশ (৬৫), এবং পৌরসভার বালাঘাটা এলাকার বাসিন্দা জয় নাথ (৫৫) দুই শ্রমিক অপহরণের স্বীকার হন।তারা দুইজনই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে ৪নংসুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্ট কে বলেন, “দুর্বৃত্তরা দুইজন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।আমরা খোঁজখবর নিচ্ছি।
ইটভাটার মালিক আব্দুল কুদ্দুছ বলেন, “কে বা কারা তাদের নিয়ে গেছে আমি জানি না। কারো সঙ্গে আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব বা আর্থিক লেনদেন বাকি নেই।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)জিনিয়া চাকমা বলেন, অপহরণের ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।আমরা কোন আপডেট পেলে জানাবো।
আরো পড়ুন