বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বান্দরবান উৎসব উদযাপন পরিষদের আয়োজনে জাদিডং যুব সংঘ ও উজানী পাড়ার মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বৃষ্টিকে উপেক্ষা করে দুই দলের খেলোয়াড় ও দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল মাঠ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত জাদিডং যুব সংঘ ১৬-১৪ গোলে উজানী পাড়া দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলা অনুষ্ঠানে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চ নু মং-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় হ্যান্ডবল খেলোয়াড় মংসাপ্রু, সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সহসভাপতি খিংসাইন মং, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সদস্য হ্লানুসিং, সদস্য সাইন সানই নু সহ অনেকে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
আরো পড়ুন