জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৯ জুলাই বান্দরবানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে পদযাত্রা ও সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে বান্দরবানের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির অঞ্চল তত্ত্বাবধায়ক ও যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ। তিনি বলেন, “জুলাই মাসকে স্মরণীয় করে রাখতে জাতীয় নাগরিক পার্টি সারাদেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে ১৯ জুলাই বান্দরবানে সফরে আসবেন কেন্দ্রীয় নেতারা।
তিনি আরও জানান, ওইদিন বান্দরবানের মুক্তমঞ্চের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পদযাত্রায় অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল, যুগ্ম মুখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী লুক চাকমা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আরো পড়ুন -রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পাসের হার মাত্র ২২%