1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

বান্দরবানে ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশনের সচেতনতামূলক কর্মসূচি

মোঃ আরিফ,নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন এক্সবিবি’ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বান্দরবান জেলা শাখা।

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে মাস্ক বিতরণ করা হয় এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে মুখোমুখি প্রচারণা চালানো হয়।

এই উদ্যোগে সহযোগিতা করেছে বান্দরবান ইমানুয়েল মেডিকেল সেন্টার, বান্দরবান হিল রানার্স এবং MR একাডেমি। কর্মসূচিতে অংশ নেয় ধ্রুবতারার একঝাঁক স্বেচ্ছাসেবক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশেষ সহকারী মো. আরিফ।

এ সময় বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীলিপ চৌধুরী বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট আগের তুলনায় অধিক সংক্রামক। হাসপাতালগুলো প্রস্তুত থাকলেও মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এখন সবচেয়ে জরুরি।

কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিনিধি বর্ধন মার্মা (জুনান), মো. ওমর ফারুক (শাহিন), ও সাবরিনা সুলতানা জেনী।
এছাড়াও উপস্থিত ছিলেন মো. ঈশান, রুংলে ম্রো, বিমল তঞ্চঙ্গ্যা, ইমতিয়াজ চৌধুরীসহ ধ্রুবতারার একঝাঁক তরুণ সমাজকর্মী।

কর্মসূচি সম্পর্কে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বান্দরবান জেলা শাখার সভাপতি বর্ধন মারমা বলেন,করোনার এই নতুন ভ্যারিয়েন্টের সময়ে সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। ধ্রুবতারার স্বেচ্ছাসেবকরা সেই দায়িত্ববোধ থেকেই মাঠে নেমেছে। আমরা বিশ্বাস করি, সংগঠিতভাবে সচেতনতার বার্তা ছড়িয়ে দিলে সমাজে ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতেও আমরা এ ধরনের জনকল্যাণমূলক সেবামূলক কাজ করতে চাই।

ধ্রুবতারা স্বেচ্ছাসেবক  প্রত্যেকেই নিজ নিজ অবস্থা থেকে মাস্ক বিতরণ এবং পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে কার্যক্রমকে সফল করে তোলেন।

 

 

 

আরো পড়ুন –বান্দরবানে বৃষ্টির ভেতর আরসিসি ঢালাই, প্রশ্ন কাজের মান নিয়ে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট