পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা প্রসংশনীয়। আমি আপনাদের সহোযোগিতায় যেভাবে জোনের আওতাধীন সকল কার্যক্রম পরিচালনা করেছি, ঠিক তেমনি নবাগত জোন কমান্ডারকে সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগীতা করবেন।
বুধবার (১লা অক্টোবর ) সন্ধ্যায় বান্দরবান সেনা জোন হল রুমে বান্দরবান সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার এবং নবাগত জোন কমান্ডারের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় কালে এসব কথা বলেন বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল এস এম মাহাদুল হাসান পিএসসি।
বিদায়ী জোন কমান্ডার আরো বলেন সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হলে,সাথে সাথে সেনা জোনকে অবহিত করবেন। সেনা জোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এসময় নবাগত বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশিদ পিএসসি বলেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল স্তরের জনগণের আপদকালীন সময় ছাড়াও তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, ধর্মীয় বিভিন্ন কর্মকান্ড,শিক্ষা,স্বাস্থ্য,জীবনমানের উন্নয়নে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এধারা অব্যাহত থাকবে।
এসময় , প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনি মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন