1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন

বান্দরবানে প্রথম পর্যায়ে ৩০ জন ভিক্ষুক পেলো আত্মকর্মসংস্থানের নতুন পথ

নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

ভিক্ষাবৃত্তি বন্ধ করে নিজেদের সামাজিক অবস্থান কে আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবর্তন করে নতুন পথে জীবন ধারণ করতে হবে।নিজেদের জীবনমানের উন্নয়নে আয়বর্ধনমুলক কর্মকাণ্ডের সাথে নিজেকে নিয়োজিত করতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বান্দরবান উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ভিক্ষাবৃত্তির সাথে জড়িত জনগোষ্ঠীর বিকল্প পূর্নবাসন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,বান্দরবান জেলা প্রশাসক,শামীম আরা রিনি।

এসময় তিনি ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর ৩০ জনকে আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন গবাদিপশু বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,মারুফা সুলতানা খান হীরামণি, সমাজ সেবা অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মহুরী, সদর উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার সহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলা সদরের বিভিন্ন এলাকা হতে আগত সুবিধাভোগীরা।

প্রসঙ্গত এই কর্মসূচির আওতায় জেলায় ভিক্ষুকদের প্রাথমিক তথ্য যাচাই-বাচাই করে ৬৭জনের মধ্যে প্রথম পর্যায়ে ৩০জন ভিক্ষুককে এই সহায়তা প্রদান করা হয়েছে।

 

 

আরো পড়ুন

 

রুমায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট