1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

বান্দরবানে প্রাইভেট হাসপাতাল ইমানুয়েলে অক্সিজেন বিলম্বে রোগীর মৃত্যু

কি কিউ মার্মা, নিউজ ডেস্ক।
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

বান্দরবানে অক্সিজেন সংযোগে বিলম্বের কারণে ইমানুয়েল মেডিকেল (প্রাইভেট হাসপাতাল) সেন্টারে রিমা ত্রিপুরা (৩০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

গত শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। মৃত রিমা ত্রিপুরা বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের জর্দান পাড়ার বাসিন্দা মইথেরা ত্রিপুরার স্ত্রী। তিনি তিন সন্তানের জননী ছিলেন, যার মধ্যে একজনের বয়স মাত্র ছয় মাস।

মৃত পরিবারের স্বজনরা জানান, শুক্রবার রাতে শ্বাসকষ্ট ও মাথাব্যথার কারণে রিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁর অক্সিজেন শেষ হয়ে যায়। স্বজনরা ডাকাডাকি করলেও দীর্ঘ সময় কোনো সাড়া মেলেনি। প্রায় ১৫–২০ মিনিট পর অক্সিজেন সংযোগ দেওয়া হলেও ততক্ষণে তিনি মারা যান।

রিমার পিসত ভাই ইছাধন ত্রিপুরা অভিযোগ করে বলেন, “রোগীর প্রতি অবহেলা করা হয়েছে। আমাদের দাবি, এ ভুল লিখিত বা ভিডিও আকারে স্বীকার করতে হবে, নইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালের কয়েকজন নার্স নাম প্রকাশ না করার শর্তে জানান, রোগীকে নিয়মিত অক্সিজেন দেওয়া হচ্ছিল। তবে সিলিন্ডার শেষ হওয়ার পর সংযোগ দিতে ১৫–২০ মিনিট দেরি হয়, যা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

ঘটনার পর ইমানুয়েল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক পারখুম লুসাই স্বাক্ষরিত একটি লিখিত অঙ্গীকারনামা পরিবারকে দেওয়া হয়। এতে অক্সিজেন সংযোগে বিলম্বের বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটার আশ্বাস দেওয়া হয়। তবে ভুক্তভোগী পরিবার অভিযোগ করছে, এই অঙ্গীকারনামার মাধ্যমে আসল ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে।

এর আগে একই হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগও উঠেছিল।

এ বিষয়ে ইমানুয়েল ব্যবস্থাপক পরিচালক পারখুম লুসাই  বলেন, “উপরতলায় রোগী বেশি এবং প্রায় সবাই সংকটাপন্ন ছিলেন। নিচতলা থেকে অক্সিজেন সিলিন্ডার তুলতে বিলম্ব হয়। তবে রোগীর অবস্থা এমনিতেই জটিল ছিল। মানবিক কারণে ভর্তি নিয়েছিলাম। মৃত পরিবারের সন্তুষ্টির জন্যই অঙ্গীকারনামা দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগও নেই।”

 

বান্দরবান সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, “এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

 

 

আরো পড়ুন

 

হস্তশিল্পীদের খুঁজছে সূর্যমুখী শিশু কিশোর সংগঠন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট