বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ বিজিবি কর্তৃক মানবিক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে উপজেলার পাহাড়ী,বাঙ্গালী,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, আর্থিক অনুদান, শিক্ষা সামগ্রী বিতরণ, আনসার এবং ভিডিপি সদস্যদের সৌজন্য উপহার প্রদান এবং মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (২১শে জুলাই)নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি) কর্তৃক সম্প্রীতি উন্নয়নে ৩৪ জন পাহাড়ী ও বাঙ্গালী গরীব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, ১০ জন সুবিধা বঞ্চিতদের চিকিৎসা শিক্ষার জন্য আর্থিক অনুদান, ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বমোট ৩০০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, ৭ জন আনসার এবং ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া,৪ জন মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদের আর্থিক অনুদান প্রধান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। এছাড়াও উপ-অধিনায়ক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষাকগণ, গণমাধ্যম/মিডিয়া প্রতিনিধিগণ এবং বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আরো পড়ুন -