বান্দরবান জেলার চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই চেয়ারম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।এছাড়া ৫-৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্যমতে রবিবার দিবাগত গভীর রাতে বাড়ির পার্শ্ববর্তী একরি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে এতে বৈদ্যুতিক শর্টসার্কিটে জলন্ত তার ছিড়ে পড়ে,তারের সাথে জড়িয়ে, ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়।এদিকে দুর্ঘটনার পর সোমবার (১৪জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আশা হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলে-রেংথেন ম্রো এর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রো এর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রো এর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার বলেন বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন বলে জেনেছি। এদের মধ্যে আহতদের বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরো পড়ুন -বান্দরবানে অবৈধ বালি উত্তোলন সিন্ডিকেটের স্বর্গরাজ্য লামার সরই ইউনিয়ন