বান্দরবানে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বান্দরবান শহরের মেঘলা ক্যাফে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিংনু মারমা এর নির্দেশনায় বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন বান্দরবান শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মো: বাদশা মিয়া,কেন্দ্রীয় সহসাংগঠনিক বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন।
বান্দরবান বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের সভাপতি পাইউত্রু মারমা এর সভাপতিত্বে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ম্যাকোওয়া সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বান্দরবানের বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুসি ত্রিপুরা,জেলার সহ-সভাপতি। এ সময় আরো উপস্থিত ছিলেন মো: আকাশ কো-অর্ডিনেটর,তিন পার্বত্য চট্টগ্রাম, মহিলা মেম্বার,০৪ নং সুয়ালক ইউনিয়নের মহিলা মেম্বার মাসাথুই মারমা’সহ বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন হলো একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না,এ সংগঠন হলো মানব সেবার সংগঠন।এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো গরীব, দুঃখী, অসহায়,স্বামী পরিত্যক্তা, অনাথ, পিছিয়ে পড়া মেধাবী ছাত্র / ছাত্রীদের নিয়ে কাজ করা। নির্যাতিত, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যেতে এই ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ।
বক্তারা আরো বলেন,একটি নির্বাহী কমিটির এমন ভাবে কাজ করা উচিৎ যেন সংগঠনের প্রতিটি সদস্য মনে করে এই সংগঠনটা তার নিজের। কারন আমি যদি প্রশ্ন করি একটি সংগঠন করে আসলে কি পাওয়া যায়, ভাল করে চিন্তা করলে কিছু আনন্দময় স্মৃতি ছাড়া আর কিছুই পাওয়ার থাকেনা।
এই সংগঠন জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের জন্য সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে সকলের জন্য কাজ করে যাচ্ছে।
আলোচনা সভার শেষে নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। কোয়াইসাংউ মারমা সভাপতি ও রোজালিন ত্রিপুরা সাধারণ সম্পাদক করে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন বান্দরবান শাখার ২৫ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
আরো পড়ুন
বান্দরবানে প্রান্তিক তরুণদের কণ্ঠে উঠছে স্বাস্থ্য অধিকারের দাবি