বান্দরবান কারাগার থেকে আজ জামিনে মুক্তি পেয়েছেন একসময়ের বান্দরবান জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা লক্ষী পদ দাশ। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় গত ৫ই আগস্টের সরকার পতনের পর হতে গা-ঢাকা দেন।
বুধবার (২৭শে আগস্ট) সকালে তিনি বান্দরবান জেলা কারাগার হতে জামিনে মুক্তি পান,বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেল সুপার মোঃ আনোয়ারুল করিম বলেন গতকাল ২৬শে আগস্ট হাইকোর্ট থেকে তার জামিনের কাগজপত্র আমাদের হাতে আসে,পাঁচটি মামলায় হাইকোর্ট তাকে জামিন দিয়েছে,আইনি পক্রিয়া ও কাগজপত্র যাচাই-বাছাই করে আজ সকালে তাকে মুক্তি দেওয়া হয়।
দেওয়া হয় এবং হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র পেয়ে তাকে আজ সকালে বান্দরবান জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, ৫ আগস্টের গন অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বিএনপি, বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা ৫টি মামলা দায়ের করেন।
৫ই আগস্টের দিন থেকেই লক্ষ্মীপদ দাশ বান্দরবান থেকে গা ঢাকা দেন পরে চলতি বছরের ২৫শে মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আটকের পর বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
এদিকে জামিনে মুক্তির পর লক্ষী পদ দাশ কোথায় আছেন সে বিষয়ে তার নিকটাত্মীয়ের সাথে যোগাযোগ করা হলেও তারা বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি।
আরো পড়ুন
বান্দরবানে একটি প্রাইভেট হাসপাতালের ভুল চিকিৎসায় ভুক্তভোগীদের অভিজ্ঞতায় সোশ্যাল মিডিয়ায় ঝড়