1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

উমংনু মারমা,নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

সম্প্রতির মিছিলে এই শ্লোগান কে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়ন সদর দফতরে পৃষ্ঠপোষকতায় ও বান্দরবান জোন এর আয়োজনে, বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায়, রোয়াংছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক তত্বাবধানে রোয়াংছড়িতে সেনা রিজিয়ন ফুটবল কাপ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

সোমবার (১১ আগস্ট ) রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে রোয়াংছড়ি  উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় সাব-জোনে কমান্ডার মেজর এম এম ইয়াসিন আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি), এম সাকের আহমেদ, রোয়াংছড়ি কলেজে অধ্যক্ষ জেরী রোয়ালথাং লিয়ান বুইতিং, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা ।এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৬টি দলের মধ্যে উদ্বোধনী দিনে মুখোমুখি হয় আলেক্ষ্যং ইউনিয়ন একাদশ বনাম নোয়াপতং ইউনিয়ন একাদশ।

আলেক্ষ্যং ইউনিয়ন একাদশকে এক শূন্য গোলে পরাজিত করেে নোয়াপতং ইউনিয়ন একাদশ উদ্বোধনী খেলায় জয়লাভ করে।

 

আরো পড়ুন

নাইক্ষ্যংছড়িতে বড় বোনের দখলে তিন ভাইয়ের জমি! প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট