বান্দরবান সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনী ও ফাইনালের এবারের আসর অনুষ্ঠিত হয়ে গেলো জাঁকজমকপূর্ণ ভাবে।
সোমবার(১৮ই আগস্ট) বিকেলে রোয়াংছড়ি উপজেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক পৃষ্ঠপোষকতা এবং সেনা জোনের আয়োজনে শেষ হলো এবারের রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার আসর।
ফুটবল মানেই গোলের খেলা।টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণকরী রোয়াংছড়ি ইউপি একাদশ বনাম নোয়াপতং ইউপি একাদশের উত্তেজনাপূর্ণ ফুটবল খেলা উপভোগ করতে মাঠের চারপাশে দর্শকদের ছিলো উপছেপড়া ভিড়।
পঞ্চাশ মিনিটের খেলার প্রথমার্ধে রোয়াংছড়ি ইউপি একাদশ ১-০ গোলে নোয়াপতং ইউপি একাদশ থেকে এগিয়ে যায়,রোয়াংছড়ি ইউপি একাদশের পক্ষে জয়সূচক গোলটি করে বুশৈসিং মারমা।
দ্বিতীয়ার্ধে নোয়াপতং ইউপি একাদশ কিছুটা আক্রমনাত্মক খেলেও গোল শোধের কোন সুযোগ সৃষ্টি করতে পারে নি।খেলায় নোয়াপতং ইউপি একাদশ টুর্নামেন্টের রানারআপ নির্বাচিত হয়।
এ বছরের রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর টুর্নামেন্টের ফাইনালে রোয়াংছড়ি ইউপি একাদশ চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয়।
টুর্নামেন্টে তিনটি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উচিংশৈ মারমা,সেরা গোল দাতা,বুশৈসিং মারমা,সেরা গোলকিপার, উমংসাই মারমা নির্বাচিত হয়েছেন।
এদিকে চলতি মাসের ১১ই আগস্ট শুরু হওয়া রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এ রোয়াংছড়ি উপজেলার সদর ইউপি, তারাছা, আ্যলেক্ষং,নোয়াপতং ইউপি এবং ক্যাপলং পাড়া,খামতাম পাড়া সহ উপজেলার ৪টি ইউনিয়নের ৬টি টিম অংশগ্রহণ করে।
খেলা শেষে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি তুলে দেন প্রধান অতিথি বান্দরবান সেনা জোন কমান্ডার, লেঃ কর্ণেল এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি।
এসময় তিনি বলেন বান্দরবান জেলার ৭ টি উপজেলা হতে প্রান্তিক পর্যায় হতে ভালো খেলোয়াড় তুলে আনাই সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার মূল লক্ষ।
প্রাথমিক পর্যায়ে উপজেলা পর্যায়ে টুর্নামেন্টের আয়োজন করা হবে পরে সকল উপজেলা হতে একটি সহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের একটি টিম সহ মোট ৮ টি টিম নিয়ে জেলা পর্যায়ের রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতার মূল আসর সাজানো হবে।
এসময় তিনি সুন্দর ভাবে টুর্নামেন্টর সমাপ্তি হওয়ায় রোয়াংছড়ি উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থা এবং স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এসময় রোয়াংছড়ি সাব-জোন কমান্ডার এম এম ইয়াসিন আজিজ বলেন আমাদের মূল উদ্দেশ্য হলো এ ধরনের খেলাধুলার মাধ্যমে মেধাবী খেলোয়াড়দের খুজে বের করা,জাতীয় পর্যায়ে তাদের নিয়ে যাওয়া।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মারুফা সুলতানা খান হীরামনি,রোয়াংছড়ি সাব জোন কমান্ডার, এম এম ইয়াসিন আজিজ,জেলা পরিষদের সদস্য, লালজার বম,নাংফ্রা খুমি,রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এম সাকের আহমেদ।
এছাড়া বান্দরবান সেনা জোন ও রোয়াংছড়ি সাব জোনের উর্ধতন সেনা কর্মকর্তা বৃন্দ,গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
আরো পড়ুন