1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

বিকেএসপি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডোতে চ্যাম্পিয়নশিপ স্বর্নপদক জয় করলো বান্দরবান রোয়াংছড়ির ছেলে আপ্রুসে মারমা

মোঃ আরিফ,নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP CUP Invitational International Judo Championship 2025 এর চ্যাম্পিয়ন শিরোপা, স্বর্নপদক অর্জন করেছে বান্দরবানের,রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা,আপ্রুসে মারমা।

গত ২৫শে মে ও ২৬শে মে,রাজধানী ঢাকার সাভারে, বিকেএসপির অভ্যন্তরীন গ্রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবারের টুর্নামেন্টে বাংলাদেশ,পাকিস্তান, নেপাল,ভূটান,শ্রীলঙ্কা সহ মোট পাঁচটি দেশের জুডো বিদরা টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।সুত্র জানায় আরো বেশ কয়েকটি দেশকে টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানালেও তারা অংশ নেয় নি।

১৯ বছর বয়সি এই ক্রীড়াবিদ এর আগেও বাংলাদেশ যুব গেমস ২০২৩-এ স্বর্ণপদক, ৩৭তম জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপ ২০২২ এ ব্রোঞ্জ পদক এবং বিগত ২০২৩ সালের বিকেএসপি কাপ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক অর্জন করেন।

টুর্নামেন্টে নিজের জয়ের বিষয়ে আপ্রুসে মারমা বলেন, জুডো খেলা আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

▪️ সাবস্ক্রাইব YouTube Channel  👉 https://www.youtube.com/@user-Rana777

 

ছোটবেলা থেকেই আত্মরক্ষার কৌশলগুলো সম্পর্কে আমার আগ্রহ ছিল, আর সেই আগ্রহ থেকেই জুডো খেলার প্রতি ভালোবাসা গড়ে ওঠে।এটি কেবল একটি খেলা নয়, বরং একটি জীবনদর্শন,যা আত্মসম্মান, সহনশীলতা এবং সম্মানবোধের ওপর ভিত্তি করে গঠিত।

জুডো একটি জাপানিজ মার্শাল আর্ট হলেও, এটি শুধুমাত্র শারীরিক কৌশলের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি মন ও দেহের একটি সমন্বয়। এই খেলাটি আমাকে ধৈর্য ধরতে, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে এবং যেকোনো পরিস্থিতিতে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে শিখিয়েছে।

তিনি বলেন ভবিষ্যতে আরও ভালো ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য খেলতে চাই।
জুডো খেলায় তরুণদের উদ্বুদ্ধ করার কাজ করার আগ্রহের কথা জানান তিনি।

 

 

 

আরো পড়ুন –সৌদিতে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট