বান্দরবানের রুমা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৯-বিজিবি) এর উদ্যোগে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৭৬ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার(২৪শে সেপ্টেম্বর) বান্দরবান সেক্টরের অধীনে রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সহায়ক উপকরণ উপহার হিসেবে তুলে দেন।এসময় স্কুলের দুইজন অফিস সহায়ককে আর্থিক অনুদান প্রদান করেন।
স্কুলের শিক্ষার্থীরা নতুনখাতা, কলম, স্কুল ব্যাগ, ইরেজার, পেন্সিল, ক্লিপ বোর্ড, জ্যামিতি বক্স, টিফিন বক্স পেয়ে তাদের আনন্দের যেনো কমতি নেই।
এসময় লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা তার বক্তব্যে বলেন, “সুশিক্ষিত প্রজন্মই একটি দেশের প্রকৃত সম্পদ।
আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত এবং তারাই জাতির কর্ণধার। তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আশা প্রকাশ করেন, এ শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
পাশাপাশি তিনি শিক্ষকদের শিক্ষার্থীদের দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
এদিকে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে পুজামন্ডপ পরিদর্শন কালে ২টি পূজামন্ডপে আর্থিক অনুদান এবং পূজা উদযাপনকালে নিরাপত্তা বিবেচনায় ৮টি ফায়ার এক্সটিংগুইসার প্রদান করা হয়।
বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি ও স্থানীয় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে রাখবে বলে জানান,রুমা ব্যাটালিয়ন ৯-বিজিবি অধিনায়ক,লেঃ কর্নেল এ বি এম শাহ্ রেজা।
আরো পড়ুন