বান্দরবানের ঐতিহ্যবাহী মারমা বাজারে এখন থেকে কোন হাসিল কাউকে না দেয়ার জন্য স্থানীয় বাসিন্দা ও দুরদুরান্ত থেকে মারমা বাজারে জুমে উৎপাদিত কৃষিপণ্য বাজারে বিক্রি করতে আশা বিক্রেতাদের নির্দেশ দিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
সরজমিনে বুধবার (১০ই সেপ্টেম্বর) সকালে স্থানীয় মারমা বাজার পরিদর্শন করেন,জেলা পরিষদের চেয়ারম্যান ও বাজার ফান্ড প্রশাসক অধ্যাপক থানজামা লুসাই।
বাজার পরিদর্শনে গিয়ে চেয়ারম্যান বলেন, সকল পাহাড়িদের অনুরোধ জানাতে এসেছি,এটা বাজার ফান্ডের বাহিরে, মারমা বাজার,এখানে পাহাড়িদের জমির যে ফসল বিক্রি করা হয়,এই অধিকার টুকু অক্ষুণ্ণ রাখার জন্য,আপনাদের সচেতন করার জন্য এবং বলার জন্য আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আজকে এখানে এসেছি।
তিনি বলেন পাহাড়িদের অধিকার রক্ষার জন্য আজকে থেকে বাজার ফান্ডের বাইরে, মারমা বাজারে কোন বিক্রেতা কাউকে হাসিল দিবেন না।এখানে টোল আদায়ের কোনো এখতিয়ার ইজারাদারের নেই।
মারমা বাজার পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, ডা. মং উষাথোয়াই, ক্য সা মং মারমা, উচো মং মারমা, চনু মং মারমা ও নারী নেত্রী কৃপা ত্রিপুরা সহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, প্রমুখ।
আরো পড়ুন