"বাংলাদেশ জিন্দাবাদ", "খালেদা জিয়া জিন্দাবাদ", "তারেক রহমান জিন্দাবাদ" — এসব স্লোগানে মুখরিত পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বান্দরবানের রুমা উপজেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ২টায় রুমা উপজেলা বিএনপির উদ্যোগে মায়া কুঞ্জন হল রুমে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি থুইসাঅং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রীস মিয়া,
উপজেলা বিএনপির সাবেক জিনসম লিয়ান বম,
বিশিষ্ট রাজনীতিক ছামংউ হেডম্যান,
সাবেক সিনিয়র সহ-সভাপতি উচহ্লা মারমা,
সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লুপ্রু মারমা,
সাবেক লিটন দাস,
ভানরাওপুই বম, ডেবিট বম, উচমং মারমা, জনমনি ত্রিপুরা,
সাবেক মেম্বার থোয়াইনু মারমা, মেমং মারমা, মংটিংওয়ং মারমা,
মহিলা দলের নেত্রী ঙৈনুচিং মারমা ও লালকুম বম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন:
উপজেলা যুবদলের আহ্বায়ক লালকিম বম,
সেচ্ছাসেবক দলের আহ্বায়ক অংথোয়াইচিং মারমা,
ছাত্রদলের আহ্বায়ক সিংমংহ্লা মারমা,
কৃষক দলের আহ্বায়ক উক্যমং মারমা,
যুবদলের সদস্য সচিব মংক্যচিং মারমা,
সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিংমং মারমা,
ছাত্রদলের সদস্য সচিব অংবাচিং মারমা,
গালেঙ্গ্যা ইউনিয়ন বিএনপির নেতা কোকোসিং মারমা,
রুমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা,
প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ইতিহাস, আদর্শ ও সংগ্রামের ধারা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় থাকবে।”
তারা আরও বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি গণতান্ত্রিক চেতনার প্রতীক। দেশের জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচারের সংগ্রামে এই দল নিরবচ্ছিন্নভাবে লড়াই চালিয়ে যাচ্ছে।
আরো পড়ুন
বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান