1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

রুমায় মুয়াপি সড়কে এক যাত্রীবাহি জিপ গাড়ি দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

চনুমং মারমা, নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বান্দরবানের রুমা উপজেলায় যাত্রীবাহি জিপ গাড়ি উল্টে গাবরিয়েল বম (৩৫) নামে এক পুরুষ নিহত ও একই ঘটনায় ২ জন আহত হয়েছে। আজ সোমবার(২৬ মে) বিকাল ৪টা দিকে রুমা উপজেলার মূয়ালপী পাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত গাবরিয়েল বম (৩৫) ৭নং ওয়ার্ড ১নংপাইন্দু ইউপির মূয়ালপী পাড়ার জনত্লিন বমের ছেলে।

আহত ২জন হলেন ১নং পাইন্দু ইউনিয়নের মূয়ালপী পাড়ার বাসিন্দা জিংপেক বম,ভানথোয়াল জোয়াল বম।

স্থানীয়রা জানায়,আজ রুমায় সাপ্তাহিক বাজারের দিন,তাই বাজার করে নিজ নিজ পাড়ায় যাচ্ছিল তারা। মূয়ালপী পাড়া সড়কের লায়েদাক ঝিড়ি এলাকায় আসলে গাড়ি  নিয়ন্ত্র হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলে ১জন নিহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় রুমা ফায়ারসার্ভিস টিম ঘটনাস্থল হতে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

রুমা ১নং পাইন্দু ইউনিয়নে চেয়ারম্যান উহ্লামং মারমা জানান, দূর্ঘটনায় একজন নিহত ও ৩ জন আহতের খবর শুনেছি।

 

 

 

আরো পড়ুন –রুমায় কর্মবিরতিতে প্রাথমিক সহকারী শিক্ষকরা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট