1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন

রুমায় সেপ্রু মৌজায় তিন বছর হেডম্যানহীন, ভোগান্তিতে মৌজাবাসী

কি কিউ মারমা, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

বান্দরবানের রুমা উপজেলার ৩৫৫ নং সেপ্রু মৌজার হেডম্যান মংথোয়াই স্রয় মার্মা প্রায় তিন বছর ধরে অনুপস্থিত থাকায় মৌজাবাসীরা চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থায় দ্রুত নতুন হেডম্যান নিয়োগ অথবা পাশ্ববর্তী মৌজার কোনো হেডম্যানকে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদানের দাবি জানিয়েছে এলাকাবাসী।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানায়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হেডম্যান মংথোয়াই স্রয় মার্মা ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে প্রায় তিন বছর ধরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। তার অনুপস্থিতির কারণে মৌজাবাসীরা ভূমি উন্নয়ন কর প্রদান, স্থায়ী বাসিন্দা সনদ গ্রহণ, সরকারি সেবা পাওয়া, এমনকি উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার ক্ষেত্রেও প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। প্রতিবেদনের অভাবে জমি ক্রয়-বিক্রয়, গাছ-বাঁশ বিক্রি এবং জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা কার্যত বন্ধ হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, পাহাড়ি অঞ্চলে হেডম্যান কার্যালয়ের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে হেডম্যান অনুপস্থিত থাকায় পুরো মৌজার মানুষ নানাবিধ সমস্যায় পড়েছেন। তাই দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভরত (পাড়াপ্রধান) কারবারি কিনাচান চাকমা, ডুলঝিরি পাড়ার কারবারি ক্যাসাপ্রু মার্মা, রাইমোহন পাড়ার কারবারি দুর্গাযাত্রা চাকমা, ছাউ পাড়ার কারবারি মংহ্রী মার্মা এবং সেপ্রু পাড়ার কারবারি চিংহ্লামং মার্মা প্রমুখ।

মানববন্ধন শেষে বোমাং সার্কেলের চীফ রাজা উচপ্রু এবং জেলা প্রশাসক শামীম আরা রিনি বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মৌজাবাসীরা।

 

আরো পড়ুন

নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট