উপজেলার গুরুত্বপূর্ণ বেথেল পাড়া হতে মুননোয়াম পাড়াগামী কার্পেটিং সড়কটি নির্মাণের মাত্র কয়েক বছরের মধ্যেই সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক নির্মিত এই সড়কে এখন বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন অন্তত ৩০টিরও বেশি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
স্থানীয় এলাকাবাসীরা জানান, এটি রুমা উপজেলার দ্বিতীয় গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে বিবেচিত। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ হেঁটে ও যানবাহনে করে রুমা বাজারে যাতায়াত করেন। বাজারে পৌঁছাতে অনেককে প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। সড়কটি মূলত পাহাড়ি এলাকার ফল, সবজি, কৃষিপণ্য পরিবহনের প্রধান মাধ্যম হওয়ায় এর দুরবস্থার প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্য ও কৃষির ওপর।
ভোগান্তিতে স্থানীয়রা বেথেল পাড়া, মিনঝিড়ি পাড়া, ক্যলুংক্ষং পাড়া, চাইরাগ্র পাড়া, সালেম পাড়া, মুননোয়াম পাড়া, বাত্লাং পাড়া, মুয়ালপি পাড়া, নিয়াংক্ষং পাড়া ও আশেপাশের আরও অনেক পাড়ার বাসিন্দারা প্রতিনিয়ত এই সড়ক ব্যবহার করে থাকেন। বর্ষা মৌসুমে সড়কটি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে বেথেল পাড়া থেকে মুননোয়াম পাড়া পর্যন্ত বেশ কয়েকটি স্থানে বড় গর্তের কারণে যানবাহন চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমারা প্রতিদিন তিন-চারবার এই রাস্তায় হাঁটি। বাজারে যাওয়া-আসা করা এখন খুবই কষ্টকর হয়ে গেছে। গাড়ি দিয়ে গেলে দুর্ঘটনার শঙ্কা থাকে। রাস্তা সংস্কার হলে অনেকটা স্বস্তি মিলবে।”
ল সড়কটির করুণ অবস্থার কারণে শুধুমাত্র সাধারণ জনগণ নয়, বরং সরকারের বিভিন্ন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতেও পড়ছে নেতিবাচক প্রভাব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ১২ কোটি টাকা ব্যয়ে এলজিইডি প্রকল্পের আওতায় “ইমন হাসান কনস্ট্রাকশন” নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ করে। কিন্তু নির্মাণের মাত্র দুই বছরের মধ্যেই কার্পেটিং উঠে গিয়ে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে পড়ে গিয়েছে। অভিযোগ উঠেছে নিম্নমানের কাজের কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে।
এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী শ্রী বিদ্যুচরণ ধর বলেন, “আমরা এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে সড়ক সংস্কারের জন্য চাহিদা পাঠিয়েছি। অফিস থেকে আদেশ না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারছি না।”
এলাকাবাসী দ্রুত এই সড়কটি পুনরায় সংস্কার ও টেকসইভাবে নির্মাণের দাবি জানিয়েছেন। তারা বলেন, এই রাস্তা ঠিক না হলে শুধু দুর্ভোগই নয়, বরং দুর্ঘটনার শিকার হওয়ার ঝুঁকিও বাড়ছে প্রতিদিন।
বান্দরবানের রুমা উপজেলার এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার দ্রুত সমাধান প্রয়োজন। এটি শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রশ্ন নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের জীবনমান, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এলাকাবাসীর ন্যায্য প্রত্যাশা।
আরো পড়ুন
পাহাড়ে মানুষের মৌলিক চিকিৎসা সেবার অধিকার রক্ষায় পাশে আছে সেনাবাহিনী