1. bandarbansongbad@gmail.com : বান্দরবান সংবাদ : বান্দরবান সংবাদ
  2. info@www.bandarbansongbad.com : বান্দরবান সংবাদ :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন

রুমা প্রেস ক্লাবের পুনর্গঠিত কমিটি ঘোষণা

চনুমং মারমা, নিজস্ব সংবাদদাতা।
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

 

বান্দরবানের রুমা উপজেলায় “রুমা প্রেস ক্লাব” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রুমা উপজেলার মুনলাই পাড়ার স্থানীয় একটি  রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বকোণ,দৈনিক কালবেলা’র রুমা প্রতিনিধিশৈ,হ্লাচিং মারমা।

কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ এর রুমা প্রতিনিধি চনুমং মারমা,কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ রুমা প্রতিনিধি মংহাইথুই মারমা।

এছাড়া সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন:
উবাসিং মারমা (দৈনিক অবজারভার ও দৈনিক সারাবেলা)
আব্দুল হাকিম (দৈনিক কালের কণ্ঠ)
অংবাচিং মারমা (দৈনিক ইত্তেফাক)
মথি ত্রিপুরা (সিএইচটি বার্তা ডটকম ও দৈনিক নববাণী)
শৈলুমং মারমা (দৈনিক নববাণী)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অনুপম মারমা – সভাপতি, থানচি প্রেস ক্লাব
মংসানু মারমা – সভাপতি, বান্দরবান রিপোর্টার ইউনিটি
ক্যামুইঅং মারমা – বান্দরবান জেলা প্রতিনিধি, দীপ্ত টিভি ও দৈনিক যায় যায় দিন,সাথোয়াইঅং মারমা – সাধারণ সম্পাদক, রোয়াংছড়ি প্রেস ক্লাব,হ্লাথোয়াইহ্রী মারমা – কোষাধ্যক্ষ, রোয়াংছড়ি প্রেস ক্লাব।

সকলের উপস্থিতিতে একটি সফল ও শান্তিপূর্ণ পরিবেশে রুমা প্রেস ক্লাবের এই পুনর্গঠন সম্পন্ন হয়।

 

 

আরো পড়ুন

 

বান্দরবানে একটি প্রাইভেট হাসপাতালের ভুল চিকিৎসায় ভুক্তভোগীদের অভিজ্ঞতায় সোশ্যাল মিডিয়ায় ঝড়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট